top of page

Two-Year D.El.Ed. Part-I Examination : 2019-2021

BENGALI (LI)
Paper Code: CPS-01
Time Allowed-3, Hours Full Marks-70

১। নিম্নোক্ত প্রশ্নগুলির প্রত্যেকটিতে চারটি করে উত্তর দেওয়া আছে। প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করে উত্তরপত্রে কেবল উত্তরটিই লিখুন; যেমন-ক (......)। (প্রতিটি প্রশ্নই আবশ্যিক) : 1x20 = 20

(ক) ‘বন্দেমাতরম্’ সংগীতের রচয়িতা কে?

(অ) রজনীকান্ত সেন

(আ) কাজী নজরুল ইসলাম

(ই) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায

(ঈ) মুকুন্দ দাস

 

উত্তরঃ  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায

(খ) 'কিশোর কবি' কাকে বলা হয়?

(অ) সুকান্ত ভট্টাচার্য

(আ) জীবনানন্দ দাশ

(ই) কালিদাস রায়

(ঈ) সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য

(গ) 'প্রোফেসর শঙ্কু’ গ্রন্থটি কার রচনা?

(অ) শঙ্খ ঘোষ

(আ) সত্যজিৎ রায়

(ই) প্রেমেন্দ্র মিত্র

(ঈ) গোলাম মোস্তাফা

উত্তরঃ সত্যজিৎ রায়

(ঘ) ভারতের জাতীয় পশু কী?

(অ) ঘোড়া

(আ) সিংহ

(ই) বাঘ

(ঈ) হাতি

উত্তরঃ বাঘ

(ঙ) 'চলচ্চিত্তচঞ্চরী' গ্রন্থটির রচয়িতা কে?

(অ) সত্যেন্দ্রনাথ দত্ত

(আ) সুকুমার রায়

(ই) সুনির্মল বসু

(ঈ) কাজী নজরুল ইসলাম

উত্তরঃ সুকুমার রায়

(চ) 'ছন্দের জাদুকর’ কাকে বলা হয়?

(অ) সত্যেন্দ্রনাথ ঠাকুর

(আ) সত্যেন্দ্রনাথ দত্ত

(ই) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঈ) অবনীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত

(ছ) 'ছুটি' ছোটগল্পের লেখক হলেন

(অ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(আ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ই) বলাইচাঁদ মুখোপাধ্যায়

(ঈ) মানিক বন্দোপাধ্যায়

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

(জ) কোন প্রাণীর ডাককে হ্রেষা বলে?

(অ) ঘোড়া

(আ) গরু

(ই) গাধা

(ঈ) হাতি

উত্তরঃ ঘোড়া

(ঝ) নীচের কোনটি মহাপ্রাণ বর্ণ?

(অ) ক

(আ) গ

(ই) ঘ

(ঈ) চ

উত্তরঃ  

(ঞ) ‘ট’ বর্গের তৃতীয় বর্ণটি হল-

(অ) ড

(আ) জ

(ই) ভ

(ঈ) গ

উত্তরঃ 

(ট) তদ্ভব শব্দের বহুল প্রয়োগ লক্ষ্য করা যায়

(অ) সাধু ভাষায়।

(আ) চলিত ভাষায়।

(ই) দিশি ভাষায়।

(ঈ) বিদেশি ভাষায়।

উত্তরঃ চলিত ভাষায়

(ঠ) শিশুরা খেলতে খেলতে পড়া তৈরি করে - এখানে 'খেলতে খেলতে' কোন প্রকার ক্রিয়া?

(অ) সমাপিকা

(আ) অসমাপিকা

(ই) প্রযোজক

(ঈ) নামক্রিয়া

উত্তরঃ অসমাপিকা

(ড) পঞ্চম শ্রেণির ‘মাঠ মানে ছুট’ কবিতার কবি কে?

(অ) কার্তিক ঘোষ

(আ) শৈলেন ঘোষ

(ই) শঙ্খ ঘোষ

(ঈ) সুনির্মল বসু

উত্তরঃ কার্তিক ঘোষ

(ঢ) চতুর্থ শ্রেণির 'সবার আমি ছাত্র' কবিতার কবি কে?

(অ) সুকুমার রায়

(আ) সুনির্মল বসু

(ই) কামিনী রায়

(ঈ) প্রেমেন্দ্র মিত্র

উত্তরঃ সুনির্মল বসু

(ণ) তৃতীয় শ্রেণির বাংলা পাঠ্যপুস্তকের নাম কী?

(অ) আমার বই

(আ) পাতাবাহার

(ই) সাহিত্যমেলা

(ঈ) সহজপাঠ

উত্তরঃ পাতাবাহার

(ত) ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম?

(অ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(আ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ই) সুধীন্দ্রনাথ দত্ত

(ঈ) শঙ্খ ঘোষ

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

(থ) তৃতীয় শ্রেণির পাঠ্য তালিকাভুক্ত 'নদী' কবিতাটির রচয়িতা কে?

(অ) শঙ্খ ঘোষ

(আ) সুনীল গঙ্গোপাধ্যায়

(ই) শক্তি চট্টোপাধ্যায়

(ঈ) সুভাষ মুখোপাধ্যায়

উত্তরঃ শক্তি চট্টোপাধ্যায়

(দ) অণুলিখন মূলত

(অ) শিখন নির্ভর।

(আ) দৃষ্টি নির্ভর।

(ই) শ্রুতি নির্ভর।

(ঈ) স্মৃতি নির্ভর।

উত্তরঃ শ্রুতি নির্ভর

(ধ) সমাপিকা ক্রিয়া কোনটি?

(অ) বই পড়ছে

(আ) বই পড়তে পড়তে

(ই) বই পড়িয়া

(ঈ) বই পড়া

উত্তরঃ বই পড়ছে

(ন) 'ক্ষীরের পুতুল' গ্রন্থটি কার রচনা?

(অ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(আ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ই) সুকুমার রায়

(ঈ) কাজী নজরুল ইসলাম

উত্তরঃ অবনীন্দ্রনাথ ঠাকুর

২। নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে দশটি প্রশ্নের উত্তর দিন (প্রতিটি অনধিক 25টি শব্দের মধ্যে) (শব্দমাত্রা লঙ্ঘন করা যাবে না।) :  2x10 = 20

(ক) তালব্য বর্ণ কাকে বলে?

উত্তরঃ 

 

 

খ) নীরব পাঠ বলতে কী বোঝেন?

উত্তরঃ

 

 

(গ) মাতৃভাষা শিক্ষার দুটি লক্ষ্য লিখুন।

উত্তরঃ

 

 

(ঘ) বাংলা ভাষা শিক্ষণের সহযোগী দুটি উপকরণের নাম লিখুন।

উত্তরঃ

 

 

(ঙ) শিখন-নকশা কাকে বলে?

উত্তরঃ

 

 

(চ) আরোহী পদ্ধতি কাকে বলে? পঠন দক্ষতা বৃদ্ধির দুটি উপায় লিখুন।

উত্তরঃ

 

 

(জ) ভাষার যে কোনো একটি সংজ্ঞা লিখুন।

উত্তরঃ

 

 

(ঝ) সামগ্রিক মূল্যায়ন কী?

উত্তরঃ

 

 

(ঞ) বানান শিক্ষার দুটি গুরুত্ব বিবৃত করুন।

উত্তরঃ

 

 

(ট) কথোপকথন পদ্ধতির দুটি সুবিধা উল্লেখ করুন।

উত্তরঃ

 

 

(ঠ) অনুচ্ছেদ রচনা শিক্ষার দুটি উপযোগিতা লিখুন।

উত্তরঃ

বিভাগ – ‘খ’

 

৩। যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিন (প্রতিটি অনধিক 250টি শব্দের মধ্যে)

(শব্দমাত্রা লঙ্ঘন করা যাবে না।) : 7×2=14

 

(ক) মাতৃভাষা শিক্ষাদানের দুটি পদ্ধতির নাম লিখুন। যে কোনো একটি পদ্ধতির দুটি সুবিধা ও দুটি অসুবিধার উল্লেখ করুন। 2+2/2+2/2=7

উত্তরঃ

 

 

 

 

 

(খ) ভাষা শিক্ষার জন্য দুটি সহায়ক উপকরণ লিখুন। এদের দুটি ব্যাবহারিক ও দুটি প্রায়োগিক দিক উল্লেখ করুন। 2+2/2+2/2=7

উত্তরঃ

 

 

 

 

 

 

(গ) সরব পাঠ কাকে বলে? এই পাঠের পাঁচটি উদ্দেশ্য লিখুন। 2+5=7

উত্তরঃ

 

 

৪। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিন (অনধিক 500টি শব্দের মধ্যে) : শব্দমাত্রা লঙ্ঘন করা যাবে না।

 

(ক) পাঠের ক্ষেত্রে মূল্যায়নের যে কোনো ছয়টি প্রয়োজনীতা লিখুন। অভ্যন্তরীণ মূল্যায়ন কাকে বলে? বহিঃমূল্যায়নের সংজ্ঞা দিন। অভ্যন্তরীণ ও বহিঃমূল্যায়নের দুটি করে পার্থক্য লিখুন। 6+3+3+4=16 16×1 = 16

উত্তরঃ

 

 

 

 

 

 

 

(খ) চতুর্থ বা পঞ্চম শ্রেণির যে কোনো পাঠ একক অবলম্বনে যে কোনো একটি শিক্ষণ দক্ষতা সম্পন্ন অনুপাঠ টীকা প্রস্তুত করুন। 16

উত্তরঃ

bottom of page