Two-Year D.El.Ed. Part-I Examination : 2019-2021
CHILD STUDIES
Paper Code: CC-01
Time Allowed-3, Hours Full Marks-70
The figures in the margin indicate full marks.
Candidates are directed to give their answers in their own words
as far as practicable.
Special credit will be given for the answers which
are to the point and precise.
1. Select correct answer from the following questions and write in the answer book:
Write only the item number of your choice. Do not copy the statement. 1x 20=20
১. নিম্নলিখিত প্রশ্নগুলির থেকে সঠিক উত্তর নির্বাচন করুন এবং উত্তরপত্রে লিখুন :
(সম্পূর্ণ বাক্য না লিখে কেবলমাত্র উল্লেখিত সংখ্যা বা আইটেম নং লিখুন।)
(a) The development of an individual's life starts from
(i) mother's womb.
(iii) environment after birth.
(ii) after 24 hours of birth.
(iv) childhood stage.
(a) মানবজীবনের বিকাশ শুরু হয়-
(i) মাতৃগর্ভে।
(ii) জন্মের ২৪ ঘণ্টা পর থেকে।
(iii) জন্মের পর পরিবেশে।
(iv) বাল্যকাল থেকে।
Ans: (i)
(b) Which is not the principle of development ?
(i) Development is physical, psychological or wholesome process.
(ii ) Development is absolutely innate.
(iii) Development is the outcome of interaction between heridity and environment.
(iv) Development is predictable.
(b) বিকাশের নীতি নয় কোনটি?
(i) বিকাশ দৈহিক ও মানসিক বা সামগ্রিক প্রক্রিয়া
(ii) বিকাশ সম্পূর্ণ সহজাত
(iii) বিকাশ বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল
(iv) বিকাশ পূর্বাভাসযুক্ত
Ans: (iv)
(c) How many stages are there of psycho-social development as proposed by Erikson?
(i) 7 stages
(ii) 8 stages
(iii) 9 stages
(iv) 10 stages
(c) ব্যক্তির মনোসামাজিক বিকাশের ধারাকে এরিকসন কয়টি ভাগে ভাগ করেছেন?
(i) সাতটি ভাগে
(ii) আটটি ভাগে
(iii) নয়টি ভাগে
(iv) দশটি ভাগে
Ans: (ii)
(d) Fine muscle development is not required at
(i) Writing
(ii) Walking
(iii) Drawing
(iv) Holding thread at needles
(d) সূক্ষ্ম পেশির সঞ্চালন প্রয়োজন হয় না
(i) লিখতে
(ii) চলতে
(iii) অঙ্কন করতে
(iv) ছুঁচে সুতো পরাতে
Ans: (iv)
(e) Which is an obstraction for socialization?
(i) Cooperation
(iii) Jealousy
(ii) Competition
(iv) Immitation
(e) সামাজিকীকরণে বাধা কোনটি?
(i) সহযোগিতা
(ii) প্রতিযোগিতা
(iii) ঈর্ষা
(iv) অনুকরণ
Ans: (iii)
(f) Who is the writer of the book-'A Study of the Larger Mind'?
(i) C. Colley
(ii) W. James
(iii) E. Erikson
(iv) J. Piaget
(f) ‘A Study of the Larger Mind'— এই পুস্তকটি কে রচনা করেন?
(i) সি কুলে
(ii) ডব্লিউ জেমস্
(iii) এরিক এরিকসন
(iv) জাঁ পিয়াজেঁ
Ans: (i)
(g) Emotional state of a child is
(i) Quickly changing
(ii) Slowly changing
(iii) Never changing
(iv) None of these
(g) শিশুদের আবেগগত অবস্থা
(i) দ্রুত পরিবর্তনশীল।
(ii) বিলম্বিত পরিবর্তনশীল।|
(iii) অপরিবর্তনশীল।
(iv) কোনোটিই নয়।
Ans: (i)
(h) 'Insightful Learning' has been proposed by
(i) Pavlov
(ii) Skinner
(iii) Thorndike
(iv) Kohler
(h) অন্তর্দৃষ্টিমূলক শিখনের কথা বলেন
(i) প্যাভলভ
(ii) স্কিনার
(iii) থর্নডাইক
(iv) কোলার
Ans: (iv)
(i) Which is not the component of memory?
(i) Learning
(ii) Recall
(iii) Acquiring experience
(iv) Retention
(i) নীচের কোনটি স্মৃতির উপাদান নয়?
(i) শিখন
(ii) পুনরুদ্রেক
(iii) অভিজ্ঞতা অর্জন
(iv) সংরক্ষণ
Ans: (iii)
(j) Working memory can also be mentioned as
(i) Immediate Memory
(iii) Long Term Memory
(iv) None of these
(i) কার্যকরী স্মৃতিকে অন্যভাবে বলা যায়
(i) তাৎক্ষণিক স্মৃতি।
(ii) স্বল্পস্থায়ী স্মৃতি।
(iii) দীর্ঘস্থায়ী স্মৃতি।
(iv) কোনোটিই নয়।
Ans: (i)
(k) Schema is
(i) the primary factor of imagination.
(ii) the primary factor of memorization.
(iii) the primary factor of cognition.
(iv) None of these
(k) স্কিমা হল
(i) মানুষের কল্পনার প্রাথমিক উপাদান।
(ii) মানুষের স্মৃতির প্রাথমিক উপাদান।
(iii) মানুষের চিন্তনের প্রাথমিক উপাদান।
(iv) কোনোটিই নয়
Ans: (iii)
(l) Cognitive Constructivism is proposed by
(i) Thorndike
(ii) Skinner
(iii) J. Piaget
(iv) Vygotsky
(l) প্রজ্ঞামূলক নির্মিতিবাদের একজন প্রবক্তা হলেন
(i) থর্নডাইক
(ii) স্কিনার
(iii) জাঁ পিয়াজেঁ
(iv) ভাইগটস্কি
Ans: (iii)
(m) Social Constructivism is proposed by
(i) Thorndike
(ii) Skinner
(iii) J. Piaget
(iv) Vygotsky
(m) সামাজিক নির্মিতিবাদের একজন প্রবক্তা হলেন
(i) থর্নডাইক
(ii) স্কিনার
(iii) জাঁ পিয়াজেঁ
(iv) কোলার
Ans: (iv)
(n) The first stage in cognitive development is
(i) Pre-Operational stage
(ii) Formal Operational stage
(iii) Sensory-Motor stage
(iv) Concrete Operational stage
n) প্রজ্ঞামূলক বিকাশের প্রথম স্তরটি হল
(i) প্রাক্ ধারণামূলক স্তর।
(ii) নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর।
(iii) সংবেদন সঞ্চালনমূলক স্তর।
(iv) মূর্ত সক্রিয়তার স্তর।
Ans: (iii)
(0) One example of 'Functional Play' is
(i) Doll Play
(iii) Water Play
(ii) Drawing
(iv) Matching Blocks
(0) ক্রিয়ামূলক খেলার একটি উদাহরণ হল
(i) পুতুল খেলা।
(ii) জলক্রীড়া।
(iii) ছবি আঁকা।
(iv) ব্লক মেলানো।
Ans: (ii)
(p) Which is not the component of language?
(i) Phonology
(ii) Semantics
(iii) Syntax
(iv) Pronunciation
(p) কোনটি ভাষার উপাদান নয়?
(i) ধ্বনি
(ii) শব্দার্থ
(iii) বাক্যবিন্যাস
(iv) উচ্চারণ
Ans: (iv)
(q) Language Acquisition theory is proposed by
(i) Skinner
(ii) Chomsky
(iii) Thorndike
(iv) J. Piaget
(q) ভাষা আয়ত্ত্বকরণ তত্ত্বের প্রবক্তা
(i) স্কিনার
(ii) চমস্কি
(iii) থর্নডাইক
(iv) জাঁ পিয়াজেঁ
Ans: (ii)
(r) Social Learning Theory is proposed by
(i) Carl Rogers
(ii) Skinner
(iii) Bandura
(iv) J. Piaget
(r) সামাজিক শিখন তত্ত্বের প্রবক্তা
(i) কার্ল রজার্স
(ii) স্কিনার
(iii) বান্দুরা
(iv) জাঁ পিয়াজেঁ
Ans: (iii)
(s) Which type of thinking is encouraged in brain storming?
(i) Convergent thinking
(ii) Divergent thinking
(iii) Both Convergent and Divergent thinking
(iv) Problem oriented thinking
(s) কোন প্রকার চিন্তনকে ব্রেন স্টর্মিং পদ্ধতি উৎসাহিত করে?
(i) অপসারী চিন্তন
(ii) অভিসারী চিন্তন
(iii) অপসারী ও অভিসারী চিন্তন
(iv) সমস্যামুখী চিন্তন
Ans: (i)
(t) One external determinant of attention is
(i) Emotion
(ii) Interest
(iii) Contrast
(iv) Mentality
(t) মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হল
(i) আবেগ।
(ii) আগ্রহ।
(iii) বৈসাদৃশ্য।
(iv) মনোভাব।
Ans: (iii)
2. Answer any ten questions. Do not write more than 25 words for each answer. 2x10=20
2. যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিন। প্রতিটি উত্তর অবশ্যই 25টি শব্দের মধ্যে লিখতে হবে।
(a) Write down any one definition of Constructivism.
(a) নির্মিতিবাদ এর যে কোনো একটি সংজ্ঞা লিখুন।
(b) State two differences between growth and development.
(b) বৃদ্ধি ও বিকাশের মধ্যে দুটি পার্থক্য বলুন।
(c) Write down any two characteristics of Ego.
(c) ইগো বা অহম্ এর দুটি বৈশিষ্ট্য লিখুন।
(d) Write down any one example to explain 'Integrity' principle of development.
(d) বিকাশের সংহতি নীতি কী? তা একটি উদাহরণের সাহায্যে লিখুন।
(e) Mention any two features of ZPD.
(e) ZPD এর যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন।
(f) Give two examples of 'Associative Play'.
(f) সহযোগী খেলা বলতে কী বোঝেন?—দুটি উদাহরণ দিন।
(g) Mention any two characteristics of operant conditioning as proposed by Skinner.
(g) স্কিনারের সক্রিয় অনুবর্তনের যে-কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন।
(h) Write down two significance of Socialization.
(h) সামাজিকীকরণ এর দুটি তাৎপর্য্য লিখুন।
(i) State two differences between language and speech.
(i) ব্যক্তির ইচ্ছা অনুসারে মনোযোগকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?
(j) What are the categories of 'Attention' as per individual volition? Name them.
(i) ব্যক্তির ইচ্ছা অনুসারে মনোযোগকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?
(k) Mention two merits of Parallel Play.
(k) সমান্তরাল বা সদৃশ খেলার দুটি উপযোগিতা লিখুন।
(l) Write two characteristics of children's emotion.
(l) শিশুদের প্রক্ষোভের দুটি বৈশিষ্ট্য লিখুন।
3. Answer any two questions. Each answer must be written in not more than 250 words. 7x2=14
3. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিন। প্রতিটি উত্তর অবশ্যই 250টি শব্দের মধ্যে লিখতে হবে।
(a) Write down any one definition of 'Play'. State any three impacts of play in social and
emotional development of children. 1+6=7
(a) খেলার যে কোনো একটি সংজ্ঞা লিখুন। শিশুর সামাজিক ও প্রাক্ষোভিক বিকাশে খেলার যে কোনো তিনটি গুরুত্ব
বলুন।
(b) Who has offered the "Trial and Error theory of Learning'? Mention any two significance of
this theory. 1+6=7
(b) প্রচেষ্টা ও ভুল সংক্রান্ত শিখনের তত্ত্বটি কার? এই তত্ত্বের তিনটি বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা করুন।
(c) Write down four features of multilingual classroom. Mention any three importance of teacher
in such classroom. 4+3=7
(c) বহুভাষিক শ্রেণিকক্ষের চারটি বৈশিষ্ট্য লিখুন। এই ধরনের শ্রেণিকক্ষে শিক্ষকের তিনটি গুরুত্ব বলুন।
4. Answer any one question. Your answer must not cross 500 words. 16x1=16
4. যে কোনো একটি প্রশ্নের উত্তর দিন। উত্তরটি অবশ্যই 500টি শব্দের মধ্যে লিখতে হবে।
(a) Write down any four causes of separation of parents from children? Discuss its any four
implications in socialization process. 8+8=16
(a) শিশুর থেকে পিতামাতার পৃথকীকরণের চারটি কারণ লিখুন। শিশুর সামাজিকীকরণে তার যে কোনো চারটি
প্রভাব বর্ণনা করুন।
(b) What are the stages of moral development as per Kohlberg? Write down three characteristics
of each stage. Mention any four significance of Kohlberg's Moral Development theory.
3+9+4=16
(b) কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায়গুলি কী কী? প্রতিটি পর্যায়ের তিনটি করে বৈশিষ্ট্য লিখুন। কোহলবার্গের
নৈতিক বিকাশ তত্ত্বের যে কোনো চারটি গুরুত্ব লিখুন।