Topic I - ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা (বাংলা পেডাগজি)
Updated: Sep 23, 2023
ভাষা প্রতিটি মানুষের প্রাণশক্তি। ভাষা শুধু ব্যক্তির পরিচয় বহন করে না, ব্যক্তির সংস্কৃতি গত পরিচয় বহন করে। তাই ভাষার গুরুত্ব অপরিসীম। ভাষাতত্ত্ববিদদের মতে, ভাষার উপাদান মূলত চারটি।
ভাষার চারটি উপাদান -
ধ্বনি :প্রত্যেক ভাষারই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল 'মৌলিক' এবং স্বতন্ত্র ধ্বনি। শিশু প্রথমে ধ্বনি উচ্চারণ করে, পরে তা অর্থযুক্ত শব্দের রূপ গ্রহণ করে। ‘মৌলিক এবং ‘স্বতন্ত্র ধ্বনি' হল ভাষার ক্ষুদ্রতম একক। অর্থসহ ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় 'Morphene
বাক্যবিন্যাস : বাক্যবিন্যাস হল 'ভাষার ব্যাকরণ'। বাক্যবিন্যাস-এর কাজ হল অর্থপূর্ণ বাক্য নির্মাণ করা। শিক্ষকদের সাহায্যে শিশুরা সহজেই বাক্যবিন্যাস তৈরি করতে পারে।#Learn_Today
শব্দার্থ : শব্দার্থের উৎস হল 'চিন্তার' সঙ্গে 'শব্দের' সম্পর্ক স্থাপন। বোধ এবং বলার কৌশলের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। শিশু ভাষার বোধের ক্ষমতা উপলব্ধি করে। ফলে শিশুর মধ্যে দ্রুত শব্দভাণ্ডার তৈরি হয়।
প্রয়োগ : ‘শব্দ চয়ন' ও 'স্বরক্ষেপণের’ কৌশল হল ‘প্রয়োগ’। শিশু জন্মের পর বিভিন্ন শব্দের ধ্বনি আয়ত্ত করে। এগুলিই হল ভাষার মূল উৎস। কমবয়সে শিশুরা অব্যয়, ক্রিয়া বিশেষণ প্রভৃতি ব্যবহার না করলেও তাদের বাক্যের গঠন সঠিক হয়।
Turntaking / টার্নটেকিং-
->একজন ব্যক্তির মূল বক্তব্য সমাপ্তির পর অন্য ব্যক্তি বক্তব্য রাখার সুযোগ-সুবিধা পাবে।
-> প্রথম ব্যক্তিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে পরিস্থিতি বিচার করে নিজের বক্তব্য উপস্থাপন করবে ব্যক্তি।
-> শিশুদের অল্প বয়স থেকে টার্নটেকিং (Turntaking) শেখার প্রযোজনীয়তা রয়েছে।
টার্নটেকিং মূলত একটি 'বৃত্তীয় প্রক্রিয়া।#Learn_Today
-> শিক্ষক মহাশয় কোনো কবিতা, নাটক, গদ্য বা ছোটোগল্প পড়ালে সেই বিষয়গুলির সারমর্ম শিক্ষার্থীদের বলার জন্য নির্দেশ দেন।
-> একজনের পরিসমাপ্তি না ঘটলে অন্যজন বলার সুযোগ পায় না। এভাবে শিশুর ভাষার (প্রকাশ) দক্ষতা বৃদ্ধিতে সচেষ্ট হয়।
-> প্রথম বক্তা যা বক্তব্য রাখবে দ্বিতীয় বা পরবর্তী বক্তারা সেই বক্তব্য পুনরায় বলার সুযোগ পাবে না।
নিম্নলিখিত প্রশ্নগুলির থেকে সঠিক উত্তর নির্বাচন করোঃ
1. শিশু দ্রুত অর্জন করে ভাষা
[a] বিদেশি ভাষা
[b] যেকোনো ভাষা
[c] আঞ্চলিক ভাষা
[d] জাতীয় ভাষা।
2. প্রথম শৈশবে শিশুরা ভাষা শেখে—
[a] বাবার কথাবার্তা শুনে
[b] মায়ের কথাবার্তা শুনে
[c] দাদার কথাবার্তা শুনে
[d] পরিবারের থেকে
3. চিন্তার বিকাশে যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সেটি হল—
[a] ভাষা
[b] কবিতা
[d] রচনা
[c] সাহিত্য
4. ভাষার সাহায্য ছাড়া কোনো বিজ্ঞানই—
[a] শাস্তিলাভ করে না
[b] বিকাশ লাভ করে না
[d] ভাবনাচিন্তা করা যায় না
[c] প্রেষণা সৃষ্টি করে না
5. ভাষা বিকাশের ক্ষেত্রে অন্যতম একটি উপাদান হল-
[a] প্রেষণা
[b] সচেতনতা
[c] সভ্যতা
[d] সংস্কৃতি
6. ভাষাবিদদের মতে ভাষার উপাদানগুলির মোট সংখ্যা হল-
Comments