top of page
Search

EVS MCQ for Primary TET ( বায়ুমণ্ডল )

Updated: Jun 23, 2022

1. 'পরিবেশ’ শব্দটির উৎপত্তিগত অর্থ হল-
(a) প্রবাহ
(b) পারিপার্শ্বিক
(c) আধার
(d) আবর্তন

2. মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড বায়ুমণ্ডলের যে স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়, তা হল-
(a) ট্রপোস্ফিয়ার
(b) স্ট্র্যাটোস্ফিয়ার
(c) মেসোস্ফিয়ার
(d) থার্মোস্ফিয়ার

3. নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে ভৌত পরিবেশের অন্তর্ভুক্ত নয়-
(a) বায়ুমণ্ডল
(b) বারিমণ্ডল
(c) শিলামণ্ডল
(d) সৌরমণ্ডল

4. বায়ুমণ্ডলের সর্বাধিক গ্যাসীয় উপাদানটি হল-
(a) নাইট্রোজেন
(b) অক্সিজেন
(c) কার্বন ডাই-অক্সাইড
(d) হাইড্রোজেন

5. বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসীয় উপাদানগুলির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ প্রায়-
(a) 20 শতাংশ
(b) 40 শতাংশ
(c) 72 শতাংশ
(d) 78 শতাংশ

6.বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসীয় উপাদানগুলির মধ্যে অক্সিজেনের পরিমাণ প্রায-
(a) 20.6 শতাংশ
(b) 25.1 শতাংশ
(c) 30.2 শতাংশ
(d) 35.1 শতাংশ

7. বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসীয় উপাদানগুলির মধ্যে কার্বন-ডাই-অক্সাইড-এর পরিমাণ প্রায়-
(a) 20.6 শতাংশ
(b) 1.40 শতাংশ
(c) 0.53 শতাংশ
(d) 0.03 শতাংশ

8. বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসীয় উপাদানগুলির মধ্যে নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ প্রায়-
(a) 0.03 শতাংশ
(b) 0.94 শতাংশ
(c) 1.40 শতাংশ
(d) 7.16 শতাংশ

9. ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে সমমণ্ডল বিস্তৃত প্রায়-
(a) 20 কিমি পর্যন্ত
(b) 50 কিমি পর্যন্ত
(c) 88 কিমি পর্যন্ত
(d) 120 কিমি পর্যন্ত

10. বায়ুমণ্ডলে প্রাপ্ত বিভিন্ন উপাদানগুলির প্রায় 97% ভূপৃষ্ঠ থেকে-
(a) 3 কিমি উচ্চতার মধ্যে থাকে
(b) 9 কিমি উচ্চতার মধ্যে থাকে
(c) 29 কিমি উচ্চতার মধ্যে থাকে
(d) 18 কিমি উচ্চতার মধ্যে থাকে

11. বায়ুমণ্ডলের সর্বশেষ সীমাটি-
(a) 500 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত
(b) 5,000 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত
(c) 10,000 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত
(d) 15,000 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত

12. বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তরটির নাম-
(a) ট্রপোস্ফিয়ার
(b) স্ট্র্যাটোস্ফিয়ার
(c) মেসোস্ফিয়ার
(d) থার্মোস্ফিয়ার

13. বায়ুমণ্ডলের প্রতি 1000 মিটার উচ্চতায় উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার হল-
(a) 4.56° সেন্টিগ্রেড
(b) 5.45° সেন্টিগ্রেড
(c) 6.45° সেন্টিগ্রেড
(d) 7.65° সেন্টিগ্রেড

14. উষ্ণতার স্বাভাবিক হ্রাসের হার লক্ষ করা যায়-
(a) মেসোস্ফিয়ার
(b) স্ট্র্যাটোস্ফিয়ার
(c) ট্রপোস্ফিয়ার
(d) থার্মোস্ফিয়ার

15. নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি-
(a) 15 কিমি পর্যন্ত
(b) 18 কিমি পর্যন্ত
(c) 20 কিমি পর্যন্ত
(d) 25 কিমি পর্যন্ত

17. মেরু সংলগ্ন অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি প্রায়-
(a) 09 কিমি পর্যন্ত
(b) 15 কিমি পর্যন্ত
(c) 18 কিমি পর্যন্ত
(d) 20 কিমি পর্যন্ত

18. ট্রপোপজের বিস্তৃতি প্রায়-
(a) 1 কিমি
(b) 5 কিমি
(c) 9 কিমি
(d) 3 কিমি

19. বৈপরীত্য উত্তাপ বায়ুমণ্ডলের যে স্তরটিতে লক্ষ করা যায়, তা হল-
(a) মেসোস্ফিয়ার
(b) স্ট্র্যাটোস্ফিয়ার
(c) ট্রপোস্ফিয়ার
(d) থার্মোস্ফিয়ার

20. বায়ুমণ্ডলের যে স্তরটির মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে তা হল-
(a) মেসোস্ফিয়ার
(b) স্ট্র্যাটোস্ফিয়ার
(c) ট্রপোস্ফিয়ার
(d) থার্মোস্ফিয়ার

21. মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড বায়ুমণ্ডলের যে স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়, তা হল-
(a) মেসোস্ফিয়ার
(b) স্ট্র্যাটোস্ফিয়ার
(c) ট্রপোস্ফিয়ার
(d) থার্মোস্ফিয়ার

22. বেতারতরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয়,সেটি হল-
(a) আয়নমণ্ডল
(b) ম্যাগনেটোস্ফিয়ার
(c) ওজোনস্তর
(d) বিষমমণ্ডল

23. বায়ুমণ্ডলের শীতলতম স্থান কনটি ?
(a) মেসোপজ
(b) স্ট্র্যাটোপজ
(c) ট্রপোপজ
(d) এরোপজ

24. বায়ুমণ্ডলের কোন স্তর মেরুপ্রভা সৃষ্টি করে ?
(a) মেসোস্ফিয়ার
(b) স্ট্র্যাটোস্ফিয়ার
(c) ট্রপোস্ফিয়ার
(d) আয়নোস্ফিয়ার

25. বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যসের স্তর আছে?
(a) মেসোস্ফিয়ার
(b) স্ট্র্যাটোস্ফিয়ার
(c) ট্রপোস্ফিয়ার
(d) আয়নোস্ফিয়ার
167 views0 comments

Recent Posts

See All

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page