Learn Today for TETSep 19, 20231 min readJEAN PIAGET - Cognitive Development / প্রজ্ঞার বিকাশUpdated: Sep 23, 2023Rated 0 out of 5 stars.No ratings yetYoutube class Link(Click on CDP Class - 1 thumbnail)জিন পিয়াজেঁ (1896-1980)> জিন পিয়াজেঁকে father of Developmental Psychology বলা হয়। > জিন পিয়াজেঁ 1896 সালে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন।> বই The Psychology of the Child।#learntodayfortetLearn Today for TETCDP By MoumitaCDP by MoumitaCDP by MoumitaCDP by MoumitaLearn Today for TETMCQ1. Piaget এর মতে, প্রজ্ঞামুলক বিকাশের কয়টি ধাপ বা পর্যায় রয়েছে ?(a) 3টি পর্যায়(b) 4টি পর্যায়(c) 5টি পর্যায়(d) ৬টি পর্যায়2. Piaget প্রথম পর্যায়টি কী নামে পরিচিত ?(a) সংবেদন চালক মূলক পর্যায় (b) পূর্ব সক্রিয়তার পর্যায় (c) মূর্ত সক্রিয়তার পর্যায় (d) যৌক্তিক সক্রিয়তার পর্যায় 3. বয়স 7 থেকে 11 বছর -(a) সংবেদন চালক মূলক পর্যায় (b) পূর্ব সক্রিয়তার পর্যায় (c) মূর্ত সক্রিয়তার পর্যায় (d) যৌক্তিক সক্রিয়তার পর্যায় 4. যৌক্তিক সক্রিয়তার পর্যায় হল-(a) জন্ম থেকে 24 মাস(b) 2 থেকে 7 বছর(c) 7 থেকে II বছর(d) II বছরের পর5. শিশু বিকাশের Piaget তত্ত্বের ভিত্তি হল-(a) মনস্তাত্ত্বিক বিকাশ(b) নৈতিক বিকাশ(c) মনোসামাজিক বিকাশ(d) প্রজ্ঞার বিকাশ6. Piaget মতে, নির্দিষ্ট মনস্তাত্ত্বিক কাঠামো অভিজ্ঞতার অনুভূতি তৈরি করার সংগঠিত উপায় বলা হয়-(a) স্কিমা(b) ছবি(C) মানসিক মানচিত্র(d) মানসিক সরঞ্জাম7. নিচের কোনটি প্রিপারেশনাল পর্যায়ে একটি শিশুকে চিহ্নিত করে?(a) লক্ষ্য নির্দেশিত আচরণ(b) বিলম্বিত অনুকরণ(c) চিন্তার অপরিবর্তনীয়তা(d) বৃত্তাকার প্রতিক্রিয়া8. Piaget তত্ত্ব অনুসারে, শিশুদের মধ্যে চিন্তাভাবনার বিকাশের কোন পর্যায়ে অপরিবর্তনীয়তা রয়েছে।(a) সংবেদন চালক মূলক পর্যায় (b) পূর্ব সক্রিয়তার পর্যায় (c) মূর্ত সক্রিয়তার পর্যায় (d) যৌক্তিক সক্রিয়তার পর্যায় 9. নিচের কোনটি শিশুদের মধ্যে বস্তুর স্থায়িত্বের বিকাশ বুঝতে সাহায্য করেছে?(a) পিয়াজেঁ(b) হল(c) এরিকসন(d) স্পিয়ারম্যান 10. জড় বস্তুকে জীবন্ত গুণাবলী প্রদানকারী প্রকৃতিকে পিয়াজেঁ কী নাম দিয়েছে?(a) কল্পনা(b) কেন্দ্রীকরণ(c) সর্বপ্রানীবাদ(d) বস্তুর স্থায়িত্বAnswer KeyConstructivism, Genevan School,Genetic epistemology, Theory of cognitive development, Object permanence,Egocentrismsensorimotor stageসংবেদন চালক মূলক পর্যায়Object PermanencePre Operational Stageপূর্ব সক্রিয়তার পর্যায় egocentrism AnimationConcrete Operationalমূর্ত সক্রিয়তার পর্যায়ইন্ডাকটিভ রিজনিংConservation CentrationConcrete ThinkingReversibilityFormal Operational Stage যৌক্তিক সক্রিয়তার পর্যায় Formal Operational Stage
Youtube class Link(Click on CDP Class - 1 thumbnail)জিন পিয়াজেঁ (1896-1980)> জিন পিয়াজেঁকে father of Developmental Psychology বলা হয়। > জিন পিয়াজেঁ 1896 সালে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন।> বই The Psychology of the Child।#learntodayfortetLearn Today for TETCDP By MoumitaCDP by MoumitaCDP by MoumitaCDP by MoumitaLearn Today for TETMCQ1. Piaget এর মতে, প্রজ্ঞামুলক বিকাশের কয়টি ধাপ বা পর্যায় রয়েছে ?(a) 3টি পর্যায়(b) 4টি পর্যায়(c) 5টি পর্যায়(d) ৬টি পর্যায়2. Piaget প্রথম পর্যায়টি কী নামে পরিচিত ?(a) সংবেদন চালক মূলক পর্যায় (b) পূর্ব সক্রিয়তার পর্যায় (c) মূর্ত সক্রিয়তার পর্যায় (d) যৌক্তিক সক্রিয়তার পর্যায় 3. বয়স 7 থেকে 11 বছর -(a) সংবেদন চালক মূলক পর্যায় (b) পূর্ব সক্রিয়তার পর্যায় (c) মূর্ত সক্রিয়তার পর্যায় (d) যৌক্তিক সক্রিয়তার পর্যায় 4. যৌক্তিক সক্রিয়তার পর্যায় হল-(a) জন্ম থেকে 24 মাস(b) 2 থেকে 7 বছর(c) 7 থেকে II বছর(d) II বছরের পর5. শিশু বিকাশের Piaget তত্ত্বের ভিত্তি হল-(a) মনস্তাত্ত্বিক বিকাশ(b) নৈতিক বিকাশ(c) মনোসামাজিক বিকাশ(d) প্রজ্ঞার বিকাশ6. Piaget মতে, নির্দিষ্ট মনস্তাত্ত্বিক কাঠামো অভিজ্ঞতার অনুভূতি তৈরি করার সংগঠিত উপায় বলা হয়-(a) স্কিমা(b) ছবি(C) মানসিক মানচিত্র(d) মানসিক সরঞ্জাম7. নিচের কোনটি প্রিপারেশনাল পর্যায়ে একটি শিশুকে চিহ্নিত করে?(a) লক্ষ্য নির্দেশিত আচরণ(b) বিলম্বিত অনুকরণ(c) চিন্তার অপরিবর্তনীয়তা(d) বৃত্তাকার প্রতিক্রিয়া8. Piaget তত্ত্ব অনুসারে, শিশুদের মধ্যে চিন্তাভাবনার বিকাশের কোন পর্যায়ে অপরিবর্তনীয়তা রয়েছে।(a) সংবেদন চালক মূলক পর্যায় (b) পূর্ব সক্রিয়তার পর্যায় (c) মূর্ত সক্রিয়তার পর্যায় (d) যৌক্তিক সক্রিয়তার পর্যায় 9. নিচের কোনটি শিশুদের মধ্যে বস্তুর স্থায়িত্বের বিকাশ বুঝতে সাহায্য করেছে?(a) পিয়াজেঁ(b) হল(c) এরিকসন(d) স্পিয়ারম্যান 10. জড় বস্তুকে জীবন্ত গুণাবলী প্রদানকারী প্রকৃতিকে পিয়াজেঁ কী নাম দিয়েছে?(a) কল্পনা(b) কেন্দ্রীকরণ(c) সর্বপ্রানীবাদ(d) বস্তুর স্থায়িত্বAnswer KeyConstructivism, Genevan School,Genetic epistemology, Theory of cognitive development, Object permanence,Egocentrismsensorimotor stageসংবেদন চালক মূলক পর্যায়Object PermanencePre Operational Stageপূর্ব সক্রিয়তার পর্যায় egocentrism AnimationConcrete Operationalমূর্ত সক্রিয়তার পর্যায়ইন্ডাকটিভ রিজনিংConservation CentrationConcrete ThinkingReversibilityFormal Operational Stage যৌক্তিক সক্রিয়তার পর্যায় Formal Operational Stage
Comments