top of page
Search

West Bengal D.EL.ED. 1st Year Suggestion | ডি. এল. এড. প্রথম বর্ষের সাজেশান |

এই পোস্টটি ডি. এল. এড. প্রথম বর্ষের পরীক্ষার্থীদের জন্য। Child Psychology and Pedagogy (CDP) / শিশুশিক্ষা মনস্তত্ত্ব বিষয়ে সম্ভাব্য প্রশ্নাবলী ও তার সঠিক উত্তর দেওয়া হল। পরীক্ষার আগে প্রস্তুতি নিতে Learn Today -র সি ডি পি নোট দেখতেই হবে।
D.el.ed 1st Year Suggestion (Sub: CDP):
7এবং 16 নম্বরের প্রশ্নের জন্য
Questions
১. বহু ভাষাভাষী শ্রেণিকক্ষে শিক্ষণ পদ্ধতি হিসেবে গল্পবলাকে আপনি কীভাবে ব্যবহার করবেন?
বহুভাষী (Multilingual) শ্রেণিকক্ষের শিক্ষাদানের ক্ষেত্রে গুরুত্ব উল্লেখ করো।

২. সংক্ষেপে ব্যক্তিত্ব বিকাশের ফ্রয়েড কথিত স্তরগুলি বর্ণনা করুন।
মনের মৌলিক কাঠামো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন।

৩. প্রাথমিক শিক্ষায় পঠনপাঠনের ক্ষেত্রে নির্মিতিমূলক পদ্ধতি আলোচনা করুন।
নির্মিতিবাদ কি? এর বৈশিষ্ট্য লেখ .
প্রজ্ঞার নির্মিতিবাদ কি? এর বৈশিষ্ট্য লেখ .

৪. প্রাথমিক স্তরের শিশুদের প্রজ্ঞামূলক বিকাশ, সামাজিক বিকাশ ও প্রক্ষোভ বিকাশের ক্ষেত্রে ক্রীড়ার ভূমিকা আলোচনা করুন।

৫. বৃদ্ধি এবং বিকাশ- উপযুক্ত উদাহরণ সহ বৈশিষ্ট্য ও পার্থক্য

৬. কোহলবার্গের নৈতিক বিকাশের সূত্রের বিভিন্ন পর্যায়গুলিকে সংক্ষেপে আলোচনা করুন।

৭. পিয়াজেঁর প্রজ্ঞামূলক বিকাশের সূত্রটি আলোচনা করুন।

৮. থর্নডাইক-এর শিখন সূত্রটি আলোচনা করুন এবং শিক্ষাগত তাৎপর্য লিখুন।

৯. প্রাচীন অনুবর্তন বলতে কী বোঝো? প্রাচীন অনুবর্তন এর কথা প্রথম কে বলে। এর বৈশিষ্ট্য কি? প্রাচীন অনুবর্তন এর বিষয়টি বিস্তারিত ভাবে বুঝিয়ে লেখ।

১০. ভাষার উপাদান কি কি? ভাষা বিকাশের স্তর গুলি উল্লেখ করো।


355 views0 comments

Recent Posts

See All

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page